একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। ক্রমশই কমছে দৈনিক সংক্রমণের পরিমাণ। বাড়ছে সুস্থতার হার। নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ফলে ফিকে হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। যদিও মঙ্গলবারের তুলনয়া বেশ কিছুটা বৃদ্ধি পেল দৈনিক সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এদিকে, এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৪-তে। সুস্থতার হার আরও খানিকটা বেড়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯ শতাংশ।
গতদিনের কোভিড বুলেটিন আশার আলো জাগিয়েছিল। একধাক্কায় সংক্রমণ নেমেছিল ৪০ হাজারের নিচে। কিন্তু, ফের একবার এই মারণ ভাইরাসের দাপটে বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। ২২ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ।
Be the first to comment