বুধবার সকালেই মিলল খারাপ খবর। অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড। পরিচালক ওনির এই খবরে শিলমোহর দিয়ে টুইট করেন, ‘খুব জলদি চলে গেলে। আজ সকালে আমরা হারালাম পরিচালক-প্রযোজক রাজ কৌশলকে। খুব খারাপ একটা খবর। আমার প্রথম ছবি ‘মাই ব্রাদার নিখিল’-এর পরিচালক ছিলেন রাজ। একমাত্র তিনিই সে সময় আমাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়েছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
অভিনেতা রোহিত রয় জানিয়েছেন, বুধবার ভোর রাতে ৪.৩০ নাগাদ মারা যান রাজ। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। সেসময় বাড়িতেই ছিলেন রাজ। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া বা কোনও চিকিৎসা শুরু করতে পারার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
টিভি এবং ফিল্ম পার্সোনালিটি রোশন আব্বাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রাজ কুশলের এই খারাপ খবর পেলাম। আশা করি, যেখানে গিয়েছো সেখানে গিয়েও তোমার সমস্ত আশা ও স্বপ্ন এভাবেই পূরণ হবে। তোমাকে খুব মিস করব। পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’
মন্দিরা ও রাজের ছেলের নাম বীর। ২০২০ সালে তারা নামে একটি ৪ বছরের কন্যা সন্তানকে দত্তক নেন তাঁরা। পেয়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। কপি রাইটার হিসেবে কেরিয়ার শুুরু করেছিলেন। মুকুল আনন্দ, সুভাষ ঘাই-এর মতো পরিচালকদের সহকারী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৮ সালে খুলেছিলেন নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা। ৮০০-র বেশি বিজ্ঞাপন তৈরি হয়েছিল তাঁরই পরিচালনায়।
Be the first to comment