ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হল মুলারদের, হ্যারি কেনের আগুনে ঝলসে গেলো জার্মানি

Spread the love

শেষ কয়েক বছর কোনও বড় টুর্নামেন্টে জেতেনি জার্মানরা ৷ এবারও হল না ৷ ইউরোর মঞ্চে শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হল মুলার, ন্যুয়ারদের ৷ বড় টুর্নামেন্টে বরাবরই ইংল্যান্ডের শক্ত গাঁট জার্মানি ৷ 2001 সালের পর কোনও বড় টুর্নামেন্টে জার্মানিদের হারাতে পারেনি ইংল্যান্ড ৷ মঙ্গলবার রাতে সেই অসাধ্যসাধন করল সাউদগেটের থ্রি লায়নসরা ৷ ১৯৬৬-এর বিশ্বকাপ ফাইনালের মতো জার্মানদের হারিয়ে ইউরোর চ্যাম্পিয়নশিপ ২০২১-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছাল টিম ইংল্যান্ড ৷

ইংল্যান্ডের হয়ে গোলের লকগেট খুলে দেন সেই রহিম স্টারলিং ৷ এই স্টারলিংই গ্রুপ স্টেজের দুটি ম্যাচেও গোল করেছিলেন ৷ ম্যাচের ৭৫ মিনিটে নিজেই বল তৈরি করলেন, ফিনিশিংও করলেন নিজের স্টাইলেই ৷ ইউরো ২০২১-এ প্রথম বার এক ম্যাচে দুটি গোল করল ইংল্যান্ড ৷ ম্যাচের ৬৮ মিনিটে জ্যাক গ্রিয়ালিশের ক্রশ থেকে গোল করলেন অধিনায়ক হ্যারি কেন ৷ যা ছিল জার্মানদের কফিনে শেষ পেরেক ৷

ইউরোর নক আউট পর্যায়ে এটাই ইংল্যান্ডের দ্বিতীয় জয় ৷ এর আগে ১৯৯৬ সালে পেনাল্টি শুট আউটে স্পেনকে হারায় ইংল্যান্ড ৷ যদিও সেই সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মানির কাছেই হারতে হয় ইংল্যান্ডকে ৷ কোয়ার্টার ফাইনালে শনিবার রোমে ইউক্রেনের মুখোমুখি হবে হ্যারি কেনের দল ৷ তবে তাঁদের লক্ষ্য অবশ্যই ওয়েম্বলি স্টেমিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল খেলা ৷

খেলার প্রথমার্ধে দাপট দেখায় জার্মানি ৷ এই সময় বারবার ইংল্যান্ড ডিফেন্স নাড়িয়ে দেন কাই হ্যাভার্থ, মুলাররা ৷ তবে গোলের দেখা পায়নি জার্মানরা ৷ ‘‘আমাদের অফ দ্যা বল ও অন দ্যা বলে সাহসী হতেই হত ৷ এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ’’ খেলার শেষে ইংল্যান্ড ডিফেন্ডার হ্যারি মাগুইরের এই বক্তব্য থেকেই স্পষ্ট কতটা আক্রমণাত্মক ছিল জার্মানি ৷

তবে দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিয়ালিশের আগমন ইংল্যান্ডকে কিছুটা স্বস্তি দেয় ৷ প্যানডেমিক পরিস্থিতির পর ইংল্যান্ডে প্রথমবার ৪০ হাজার দর্শকের সামনে থ্রি লায়নসরা আক্রমণের ঝাঁঝ বাড়ায় ৷ ৭৫ মিনিটে ডেডলক ভাঙেন রহিম স্টারলিং৷

জার্মানদের কোচের ভূমিকায় এটাই শেষ ম্যাচ হয়ে গেল কোচ জোয়াকিম লোর ৷ তাঁর হাতে পড়ে জার্মানরা বিশ্ব ফুটবল শাসন করেছিল এক সময় ৷ তবে তাঁর বিদায়বেলা সুখকর হল না ৷ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়া, ২০১৬ সালের সেমিফাইনালে ছিটকে যাওয়া জোয়াকিমের বিদায়ের রাস্তা প্রস্তুত করেছে ৷ যদিও ২০১৭ সালে কনফেডারেশন কাপে জয়লাভ করে জার্মানি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*