রেড রোডে ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকে গেল মিনিবাস। সেই বাসের নীচে ঢুকে যান একজন বাইক আরোহী। ক্রেন দিয়ে বাস সরিয়ে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মেটিয়াবুরুজ-হাওড়া রুটের মিনিবাসটি রেড রোডের উপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারে মিনিবাসটি। বাসের তলায় আটকে পড়েন ওই বাইক আরোহী। লন্ডভন্ড হয়ে যায় বাসের ভিতর। ইস্পাতের সিটও দুমড়ে-মুচড়ে যায়। জানালর কাচও ভেঙে পড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তিনটি ক্রেন নিয়ে আসা হয়। ক্রেন দিয়ে বাসটি কিছুটা সরিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইকে পুলিশ স্টিকার সাঁটানো আছে। তাঁর হাঁটু রীতিমতো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তির অবস্থা গুরুতর। আহত হয়েছেন বাসের যাত্রীরাও। তাঁদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন দুর্ঘটনাস্থলের পাশেই বসে আছেন। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। তারইমধ্যে এখনও বাসের তলায় আটকে রয়েছে বাইকটি। দুটি ক্রেন ব্যবহার করে বাসটি পুরোপুরি সরানোর কাজ চলছে। উদ্ধারকাজ চালানোর পাশাপাশি কলকাতা পুলিশ এবং সেনার দল রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণও করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধিনিষেধ শিথিলের প্রথমদিনই বেপরোয়াভাবে ছুটছিল বাসটি। রেড রোডে উঠেই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ধাক্কা মারেন ওই বাইক আরোহীকে। একাংশের দাবি, মদ্যপ অবস্থায় ছিলেন। সেইসঙ্গে দ্রুতগতিতে চালাচ্ছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর কিছুক্ষণ মাথা নীচু করে পড়েছিলেন তিনি। পরে এলাকা থেকে পালিয়ে যান বলে দাবি স্থানীয়দের একাংশের।
Be the first to comment