নয়াদিল্লিতে শুভেন্দু-অমিত গোপন বৈঠক ঘিরে জল্পনা

Spread the love

নয়াদিল্লিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ সকালে এই বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠক দুপুরের দিকে শুরু হয় বলে খবর ৷ যদিও এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি ৷ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর একদফা দিল্লি সফর সারেন শুভেন্দু অধিকারী ৷ সেই সফরে তিনি দেখা করেছিলেন অমিত শাহের সঙ্গে ৷ সেই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেন ৷

তাই এবার কেন এত গোপনীয়তা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ বিশেষ করে নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার গভীর রাতে তমলুকের সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৷ তা নিয়েও প্রধানমন্ত্রী অফিস থেকে কিছু যেমন প্রকাশ্যে আনা হয়নি, তেমনই গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন শান্তিকুঞ্জের সেজ ছেলেও ৷

প্রসঙ্গত, আগামিকাল শুক্রবার শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম অধিবেশন বসতে চলেছে বিধানসভায় ৷ আর দীর্ঘ কয়েক দশক পর বিরোধী আসনে একক ভাবে কোনও দলের এতজন বিধায়ক রয়েছেন ৷ ফলে এবারের অধিবেশন যে বারবার উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভায় বিজেপির ভূমিকা ঠিক কী হবে, তা নিয়েই আলোচনা করার জন্য অমিত শাহ তলব করেছিলেন শুভেন্দু অধিকারীকে ৷ তার উপর শনিবার বিধায়কদের ‘ক্লাস’ নেবেন শুভেন্দু ৷ সেই বিষয়েও দুই পক্ষের মধ্যে মতামত বিনিময় হয়ে থাকতে পারে ৷

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশের মতে, সামনেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে ৷ সেই রদবদলে বাংলা থেকে বেশ কয়েকজন সাংসদ জায়গা পেতে পারেন ৷ তা নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে বলে সূত্রের খবর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*