দেবাঞ্জন দেবের সঙ্গে কি রাজ্যপালের যোগ ছিল? এবার ছবি দেখিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সাংসদ সুখেন্দু শেখর রায়। এদিন একটি ছবিকে সামনে রেখে রাজ্যপালকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। তাঁর দাবি, কসবা ভুয়ো টিকাকাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর সঙ্গে একটি ছবিতে দেখা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে।
সুখেন্দু শেখর রায় অভিযোগ করেন, ‘এই নিরাপত্তা রক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত। যদি দেখা যায় এই নিরাপত্তারক্ষীর সঙ্গে ধনখড়ের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা ভয়ানক।’ তিনি আরও বলেন, ‘ প্রতারকের নিরাপত্তা রক্ষী রাজ্যপালের বৃত্তে গেল কী করে, এই নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তকারী সংস্থাকে এই বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানাচ্ছি। ‘
দেবাঞ্জন কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনায় রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যপালের এই ছবি সামনে আনায় নতুন করে একাধিক প্রশ্ন উঠছে। এদিকে ১৯৯৬ সালের হাওলা-জৈন মামলা নিয়েও এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন সুখেন্দু শেখর রায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যপালকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘উনি তো নিজেই দুর্নীতিগ্রস্ত। ১৯৯৬ সালের হাওলা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ওনার।’ এদিন শুখেন্দু শেখর বলেন, ‘আমাদের সাংবাদিক বৈঠকের পর হাওলা-জৈন -এর সুরেন্দ্র জৈন মারা গিয়েছেন। তাঁর মৃত্যু কাকতলীয় কিনা জানি না। কারণ এদিকে রাজ্যপালও চুপ।’
Be the first to comment