উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হলো গুজরাটের নবনির্বাচিত বিধায়ক জিগনেশ মেবানি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে। পুনের বিশ্রামবাগ থানায় ভারতীয় সংবিধানের ১৫৩(A), ৫০৫ ও ১১৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার জুহুর ভিলে পার্লের ভাটিদাস হলে দলিত নেতা জিগনেশ মেভানি ও জেএনইউয়ের ছাত্রনেতা উমর খালিদকে সভা করার অনুমতি দিল না পুলিশ। প্রথমে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়ে যায় সংগঠনটি। কিন্তু আজ সকালে জুহু পুলিশ ওই অডিটোরিয়াম সিল করে দেয়, ছাত্রছাত্রীদের ভেতরে ঢুকতে দেয়নি তারা। মঙ্গলবারের হিংসার প্রেক্ষিতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
গত ৩১ ডিসেম্বর পুনের এলগার পরিষদের সভায় বক্তব্য পেশ করেন জিগনেশ ও উমর খালিদ। সেই সভায় তাঁদের বক্তব্য উস্কানিমূলক ছিল আর সেই বক্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে বলে অভিযোগ। পুনে পুলিশ সূত্রে খবর, এফআইআর-এ জিগনেশ এবং উমরের বক্তব্যের অনেকগুলি লাইনকে উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের বক্তব্য বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত সোমবার, ভিমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে পুনেতে দলিতদের মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে অগ্নিগর্ভ ছিল মুম্বাই। মহারাষ্ট্রে বনধের ডাক দেওয়া হয়।
Be the first to comment