চিকিৎসক দিবসে যোগাকে গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসক উদ্দেশে তিনি বলেন, যাতে যোগা নিয়ে আরও বেশি গবেষণা করা হয় ও মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে অনেকেই যোগাকে গুরুত্ব দিচ্ছেন, কয়েক দশক আগেই এই অভ্যাস তৈরি হওয়া উচিৎ ছিল।’
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে মোদী চিকিৎসা ও যোগা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। করোনা অতিমারিতে চিকিৎসকদের ভূমিকাকে ধন্যবাদও দেন তিনি। এ দিন মোদী বলেন, ‘স্বাধীনতার পরই যে সচেতনতা তৈরি হওয়া উচিৎ ছিল, বর্তমানে সেটাই তৈরি হচ্ছে। অতিমারির মধ্যে মানুষ বুঝতে পারছেন, করোনা মুক্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠতে যোগা ও প্রাণায়াম কতটা সাহায্য করছে।’
তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও যোগাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেকেই যোগা নিয়ে গবেষণায় মন দিয়েছেন।’ তাঁর দাবি ভারতীয়রা যোগাকে সহজে বুঝছেন, তাই চিকিৎসকদের উচিৎ এই বিষয়ে গবেষণা করে, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রমাণ ভিত্তিক গবেষণার মাধ্যমে যোগার বিস্তার বাড়ানো সম্ভব? আইএমএ-র চিকিৎসকদের কাছে প্রশ্ন রাখেন তিনি।
Be the first to comment