ভাষণে হিংসার ঘটনার বিন্দুমাত্র উল্লেখ নেই! তীব্র বিরোধিতা শুভেন্দুর

Spread the love

বাজেট অধিবেশনের প্রথম দিনেই তুলকালাম বিধানসভায়। মাত্র চার মিনিটেই ভাষণ শেষ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অনুমান, সম্পূর্ণ ভাষণ পাঠ করেননি রাজ্যপাল। এবার রাজ্যপালের ভাষণ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘রাজ্যের তরফে যে ভাষণ লিখে দেওয়া হয়েছিল সেখানে ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ নেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের লিখে দেওয়া ভাষণে রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিষয়েও কোনও উল্লেখ ছিল না। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখও রাজ্যপালের ভাষণে ছিল না। রাজ্যপাল ব্যক্তিগতভাবে অত্যন্ত সংবেদনশীল। তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন। ‘ এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘রাজ্যপালকে যে ভাষণ লিখে দেওয়া হয়েছে আমরা তার তীব্র বিরোধিতা করি। রাজ্যপাল কেন পুরো ভাষণ পাঠ করেননি তা তিনিই বলতে পারবেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*