মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। ফলে উত্তরাখণ্ডে চরমে রাজনৈতিক নাটক। চলতি বছরে এই নিয়ে দু’বার মুখ্যমন্ত্রী বদল হতে চলেছে উত্তরাখণ্ডে।
সূত্রের খবর, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি পদত্যাগ করার কথা জানিয়েছেন। চলতি বছরেই গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিরাথ সিং রাওয়াত। শপথ নেওয়ার মাত্র ১১৫ দিন পরেই পদত্যাগ করার প্রস্তাব দিলেন তিনি।
তিরথ সিং রাওয়াতের আগে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। কিন্তু তার বিরুদ্ধে স্বজনপোষণ ও নানা দুর্নীতির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে তাঁকে সরিয়ে দেয় বিজেপি। তাঁর জায়গায় বসানো হয় তিরথ সিং রাওয়াতকে।
Be the first to comment