করোনা আবহে চলতি মাসেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে। উল্লেখ্য, ১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন করার সুপারিশ করেছিল সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি।করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে অনেকটাই সুস্থতার পথে এগিয়েছে। দেশে কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছে সরকার। আর সে কারণেই বাদল অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
বাদল অধিবেশনে একাধিক ইস্যুতে সংসদে তর্ক-বিতর্ক হতে পারে। দেশে করোনা পরিস্থিতি নিয়ে যেমন শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে পারে বিরোধীরা। তেমনই দেশে ভ্যাকসিন সংকট নিয়েও সোচ্চার হতে পারে বিরোধী শিবির। পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও উত্তাল হতে পারে সংসদ। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর ইস্যুও উঠে আসতে পারে আলোচনায়। অন্যদিকে, কৃষক ইস্যু নিয়েও সরগরম হতে পারে সংসদ কক্ষ।
Be the first to comment