প্রয়াত প্রাক্তন বিধায়ক সুলতান সিংহ। পুলিশকর্তা সুলতান সিংহ ২০১১ সালে বিধায়ক হন বালি আসন থেকে। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান সিংয়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রাক্তন আইপিএস সুলতান সিং ২০১১ সালে হাওড়ার বালি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি ওয়েষ্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি সুলতান সিংয়ের
পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
Be the first to comment