করোনা অতিমারিতে গত এক বছর বন্ধ ছিল স্কুল। বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকলেও দরিদ্র কৃষক বাবার পক্ষে সম্ভব হয়নি স্মার্টফোন কিনে দেওয়া। কিন্তু কোনও প্রতিবন্ধকতাই হার মানাতে পারেনি কাশ্মীরের দশম শ্রেণির পড়ুয়া মনদীপ সিংহকে।
সমস্ত প্রতিকূলতাকে জয় করে জম্মু ও কাশ্মীরে সদ্য প্রকাশিত দশম শ্রেণির পরীক্ষার ফলাফলে সে পেয়েছে ৯৮.০৬ শতাংশ নম্বর। নিজের জেলা উধমপুরে প্রথম স্থান অধিকার করেছে সে।
এ বছর দশম শ্রেণির পরীক্ষা শুরু করেও করোনা অতিমারির বেড়ে যাওয়া প্রকোপে তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল জম্মু ও কাশ্মীর স্কুল শিক্ষা পরিষদ। তার পরে সিদ্ধান্ত হয় ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ফলাফল ঘোষণা হবে।
Be the first to comment