Astrologer:- শংখশিষ সরকার(Sankhasis Sarkar)
(জ্যোতিষ-আচার্য)
মেষ – কর্মক্ষেত্রে বিরুপতা।মানসিক চাপ বৃদ্ধি।রাতে কিছু শুভ পরিবর্তন।
বৃষ – যে কোন ক্ষেত্রে সহজ সফলতা। আনন্দ ও জয়লাভ।
মিথুন – বন্ধুবান্ধব থেকে সহায়তা বিশেষ কোন কাজে সাফল্য।
কর্কট –দূর্ঘটনায় আঘাত প্রাপ্তির আশঙ্কা, বাকবিতন্ডা।
সিংহ – সুখ সম্পদ বৃদ্ধি। ভোগবিলাস, নিকট ভ্রমন।
কন্যা – অর্থ ও সম্মানহানী। বিরুদ্ধতা,কর্মে অসুবিধা।
তুলা – সন্তানের জন্য গর্ববোধ, আর্থিক স্বাচ্ছন্দ্য।
বৃশ্চিক – কোন কারনে উদ্বেগ বৃদ্ধি। পরিবারে কোন সদস্যের অসুস্থতা।
ধনু – স্বাস্থ্যহানী, সহসা বদলির সম্ভবনা, বিরোধ।
মকর – প্রতিযোগিতায় সাফল্য লাভ। দূরস্থানে ভাগ্য বৃদ্ধি।
কুম্ভ – যানবাহন ও ভোগসুখ বৃদ্ধি। নিকট ভ্রমন ও প্রাপ্তিযোগ।
মীন – ভীতি ও উদ্বেগ। শারীরিক আঘাত। বিশ্বাসঘাতক থেকে সাবধান।
Be the first to comment