মনসুর আলি খান পতৌদি
জন্ম: ৫ জানুয়ারি, ১৯৪১
তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এবং অধিনায়ক ছিলেন। তিনি ছিলেন ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার। মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। ভারতের হয়ে তিনি ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৪০টি ম্যাচেই তিনি ছিলেন দলের অধিনায়ক। ১৯৬৯ সালে তিনি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকু্রকে বিয়ে করেন। তাঁদের ছেলে সইফ আলি খান এবং মেয়ে সোহা আলি খান দুজনেই হিন্দি সিনেমাতে অভিনয় করেন।
তিনি অর্জুনা পদক ও পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন। ফুসফুসের সংক্রমণের জন্য তিনি ২২ সেপ্টেম্বর ২০১১ তারিখে দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================
দীপিকা পাড়ুকোন
জন্ম ৫ জানুয়ারি ১৯৮৬
তিনি একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। তিনি বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে। দীপিকা কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে উঠেন। তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন।
বলিউড চলচ্চিত্রে তাঁর কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। ২০০৭ সালে তিনি প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম সিনেমায় শাহরুখের সাথে অভিনয় করেন। এছাড়াও তিনি বাচনা এয় হাসিনো, চাদনি চক টু চায়না, বিল্লু, লাভ আজ কাল, হাউসফুল, ককটেল, বোম্বে টকিজ, চেন্নাই এক্সপ্রেস, রামলীলা, পিকু, তামাশা, বাজিরাও মাস্তানি ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
================================================================================
উদয় চোপড়া
জন্ম: ৫ জানুয়ারি, ১৯৭৩
তিনি হিন্দি ছবির অভিনেতা, প্রযোজক ও সহকারী পরিচালক হিসাবে পরিচিত। তিনি ইয়াশ চোপড়ার ছেলে। তিনি এবং তার ভাই আদিত্য চোপড়া বাবার সাথে বিভিন্ন ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেদের ইয়াশ রাজ ফিল্ম ব্যানারে বিভিন্ন ছবিতে কাজ করেছেন তিনি।
.
১৯৯৪ সালে অক্ষয় কুমার, কাজল এবং সাইফ আলি খানের সঙ্গে ইয়ে দিল্লাগি ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি জনপ্রিয় মহাব্বতেন ছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে ধুম এবং ২০০৬ এর সিক্যুয়াল ধুম টুতে অভিনয় করেন। এছাড়াও তিনি ডর, পরম্পরা, দিল তো পাগল হ্যায়, সুপারি, হাম তুম, নীল অ্যান্ড নিকি, গ্রেজ অফ মনোকো ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment