দিল্লিজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন। দেরিতে চলছে বেশ কয়েকটি বিমানও। এদিকে পরিষেবা ব্যাহত হওয়ায় ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও বিভিন্ন রেল স্টেশনে অপেক্ষায় রয়েছেন শতাধিক যাত্রী। জানা গিয়েছে, দিল্লিতে ৬২টি ট্রেন দেরিতে চলছে, ২০টি ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। বাতিল করা হয়েছে ১৮টি ট্রেন। এদিকে দেরিতে চলছে ১৯টি বিমান।
পরিস্থিতি সামাল দিতে বেশকিছু সাপ্তাহিক ট্রেন চালু করার সিন্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। দৃশ্যমানতা কম থাকায় এর আগে একাধিকবার ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বেশকিছু ট্রেন বাতিল ও দেরিতে চলার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
Be the first to comment