বিরোধী জোট হলেও ‘মুখ’ কে হবেন? তা নিয়ে রাজনৈতিক প্রশ্নের মধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, পরিস্থিতির উপর নির্ভর করবে কে হবেন ‘বিরোধী জোটের’ নেতা। সেইসঙ্গে মমতা দাবি করেন, অন্য কোনও নেতা বিরোধী জোটের ‘মুখ’ হলেও তাঁর কোনও আপত্তি নেই।
বুধবার দিল্লিতে সম্ভাব্য বিরোধী জোটের ‘মুখ’ নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। অন্য কেউ নেতৃত্ব দিলেও আমার কোনও অসুবিধা নেই।’
তৃণমূলনেত্রীর সাফ জবাব, ‘আমি সাধারণ কর্মী। কর্মী হিসেবেই কাজ করতে চাই’। অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বললেন, ‘যখন লোকসভা নির্বাচন হবে, তখন মোদী বনাম দেশের লড়াই হবে’।
বিরোধী জোট প্রসঙ্গে তৃণমূলনেত্রী এদিন বলেছেন, ‘সংসদের অধিবেশনের পর আলোচনা হবে। একসঙ্গে কাজ করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার। সব বিরোধী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। সকলে বসে ঠিক করা হবে’।
পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গোটা দেশে খেলা হবে। যখন লোকসভা নির্বাচন হবে, তখন মোদী বনাম দেশের লড়াই হবে। আচ্ছে দিন অনেক হয়েছে, আমরা সচ্চে দিন চাই’।
যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সেই বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে, তাতে পাত্তা দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্র কটাক্ষ করেন, ‘আজ মমতাজি সোনিয়া গান্ধীজির বাড়িতে যাচ্ছেন। ২০১৮ সালে কর্নাটকের (মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানের) মঞ্চে কীভাবে বিরোধী নেতারা ছিলেন, তা সবাই দেখেছেন। তাঁরা বলছিলেন, সবাই এক হয়ে বিজেপিকে হারাবেন। মোদীজিকে হারাবেন। ২০১৯ সালেও কলকাতায় বিরোধী নেতারা এক হয়েছিল। কিন্তু মানুষ এই নাটক সবাই জানেন।’
Be the first to comment