রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে তাঁর অবস্থান ভিন্ন মেরুতে। সোমবার দিল্লিতে এসেছেন মোদী-শাহ জুটিকেই প্যাঁচে ফেলার জন্য। আর তারইমধ্যে বুধবার হালকা মেজাজে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মোদীকে দেখে তাঁর হিন্দি বলার ধরন ভালো হয়েছে। শাহকে দেখে গুজরাতিও ভালো বলতে পারছেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার পর মমতা বলেন, ‘নরেন্দ্র মোদীকে দেখে হিন্দি ভালো হয়েছে। আর অমিত শাহকে দেখে গুজরাতি ভালো হয়ে গিয়েছে – কেম ছো, কেম ছো।’
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে বাংলায় সভা করতে গিয়ে মোদী এবং শাহ বাংলায় যে কথা বলতেন, তা নিয়ে হামেশাই কটাক্ষ করতেন মমতা। শুধু রাজনৈতিক সভা নয়, বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানেও একইভাবে বাংলা বলতেন মোদী। কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দু’লাইন বাংলায় শোনাতেন, কখনও আবার হিন্দিতে তর্জমা করে মনোমোহন বসুর কবিতা পাঠ করতেন। তাতে ‘ভুল’ উচ্চারণের রেশ ধরে ‘বহিরাগত’ তোপও দাগতেন মমতা।
Be the first to comment