ত্রিপুরা থেকে বেঙ্গালুরু যাত্রা এখন আরও সহজ হল। আগরতলা থেকে বেঙ্গালুরু অবধি যাওয়ার জন্য সরাসরি চালু হলো হমসফর এক্সপ্রেস। আগরতলা থেকে এই নতুন এক্সপ্রেস ট্রেন চলবে ৷ শুক্রবার ট্রেনের শুভ উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেন। ট্রেনটি কামাখ্যা, হাওড়া, বিজয়ওয়াড়া, কটক, বিজয়ওয়াড়ার মত গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও থামবে। ৯ জানুয়ারি থেকে যাত্রা শুরু করবে এই হমসফর এক্সপ্রেস।
মধ্যবিত্ত, স্বাচ্ছন্দ্য সন্ধানী যাত্রীদের কথা মাথায় রেখেই দক্ষিণ ভারতে পাড়ি দেওয়ার জন্য চালু হয়েছে এই শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ট্রেন। দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই গোটা ট্রেনটাই এসি-থ্রি টায়ারের তৈরি করা হয়েছে।
Be the first to comment