মাস পাঁচেক আগে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন দিনেশ ত্রিবেদী। আর এবার সেই পদে উপ নির্বাচন। প্রসার ভারতীর প্রাক্তন সিইও, অবসরপ্রাপ্ত IAS জহর সরকারকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি। বুধবার এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন শাসকদলের সঙ্গে তাদের অনেকটা ফারাক। নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অন্যদিকে এদিন দুপুরেই বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জওহর সরকার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাশেই ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রার্থী হওয়া প্রসঙ্গে জওহরবাবু বলেন, “যা চলছে তা দেখে চুপ করে থাকা যায় না। ধর্মীয় নিরপেক্ষতার ওপর আঘাত এসেছে। রাজনীতি কখনও করিনি। তবে ডিমানিটাইজেশন ও জিএসটির বিরোধিতা করেছি। লিখেছি। যা এতদিন লিখেছি, এবার তা একটি মঞ্চে বলার সুযোগ পাব।
উল্লেখ্য, দিনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন হবে আগামী ৯ আগস্ট। জওহর সরকারের জয় যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না। বহুদিন ধরেই রাজ্যের ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন এই আমলা। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দড়ি টানাটানির সময়ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পক্ষে সওয়াল করেছিলেন তিনি।
Be the first to comment