রাতভর বৃষ্টিতে খড়গপুরে ধসে গেল রেল লাইন, ব্যাপক প্রভাব ট্রেন চলাচলে

Spread the love

বুধবার রাতভর বৃষ্টিতে খড়গপুরে ধসে গেল রেল লাইন। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণপূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাপকভাবে প্রভাবিত হয়। রেলের তরফে জানানো হয়েছ, প্রবল বৃষ্টিতে লাইনের তলার মাটি সরে এই কাণ্ড হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালাচ্ছেন রেলকর্মীরা।

প্রসঙ্গত, নিম্নচাপের জেরে বুধবার সারা রাত বৃষ্টি হয়েছে খড়গপুরে। তার জেরেই ভোররাতে খড়গপুর শহরের হাতিগোলা ব্রিজের কাছে হাওড়ামুখি লাইনে ধস নামে। প্রায় ৫০ মিটার দীর্ঘ এলাকায় ধসে যায় রেল লাইনের পাশের মাটি। রেল সূত্রে জানা গিয়েছে, ওই লাইন দিয়ে মালগাড়ি চলাচল করে। লাইন ধসে যাওয়ায় যাত্রীবাহী ট্রেন চলার লাইন দিয়ে চালানো হচ্ছে মালগাড়িগুলিকে। সঙ্গে ধসে যাওয়া এলাকা দিয়ে খুব ধীরে চলছে ট্রেনগুলি। যার ফলে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে।

রেলসূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ধস যাতে আর না বাড়ে তার ব্যবস্থা করছেন আধিকারিকরা। তবে ধস মেরামতি করা এক দিনের কাজ নয়। মাটি ও পাথর ফেলে ফের লাইনের ওই অংশকে ভারবহনের যোগ্য করে তুলতে হবে। তাতে লাগবে বেশ কিছুটা সময়। ততদিন বিকল্প উপায়েই ট্রেন চলাচল করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*