আজকের দিন-১

Spread the love

কপিল দেব রামলাল নিখঞ্জ

জন্ম: ৬ জানুয়ারি, ১৯৫৯
তিনি একজন ভারতীয় ক্রিকেটে এক খ্যাতনামা খেলোয়াড় ও কোচ। ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৩১টি টেস্ট ম্যাচ ও ২২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি জাতীয় দলের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করেন।

তাঁর অধিনায়কত্বে ভারত ১৯৮৩ সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে। ২০০২ সালে উইজডেন কর্তৃক ‘শতাব্দীর সেরা ভারতীয় ক্রিকেটারে’ মনোনীত হন। গ্যারি সোবার্স, রিচার্ড হ্যাডলি এবং ইমরান খানের সাথে তাঁকেও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অল-রাউন্ডার বলা হয়। বর্তমানে তিনি একজন ধারাভাষ্যকার।

জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

সাইরাজ বহুতুলে

জন্ম: ৬ জানুয়ারি, ১৯৭৩ (বয়স ৪৫), মুম্বাই

সাইরাজ বহুতুলে একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি একজন অলরাউন্ডার এবং লেগ স্পিনার বোলিংয়ে বিশেষজ্ঞ। তিনি মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং পরবর্তীতে বিদর্ভের সাথে খেলেন। ১ জানুয়ারী ২০১৩ তারিখে তিনি সবধরনের প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন। এখন তিনি বাংলা ক্রিকেট দলের কোচ।
বোলিং-এ তিনি লেগ ব্রেক বোলার ছিলেন। ব্যাটিং বাম হাতে করতেন। ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। ভারতীয় দলে ২৩৫ তম ক্রিকেটার হিসাবে তাঁর টেস্ট অভিষেক হয় ১৮ মার্চ ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একদিনের ম্যাচে অভিষেক হয় ২২ ডিসেম্বর ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু সেভাবে ভারতীয় দলে সফল হতে পারেননি। ভারতীয় দলের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৬ নভেম্বর ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

অভিনব মুকুন্দ

জন্ম: ৬ জানুয়ারি ১৯৯০
একজন ভারতীয় ক্রিকেটার; যিনি ভারত এ এবং তামিলনাড়ুর হয়ে খেলে থাকেন। তিনি ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন (সবগুলি ২০১১ সালে)। তিনি তামিলনাড়ু অধিনায়ক এবং বিভিন্ন সময়ে অতিরিক্ত অধিনায়ক হিসেবে ইন্ডিয়া এ দলের হয়ে নেতৃত্ব দিয়ে থাকেন। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সদস্য ছিলেন।
তিনি ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মালয়েশিয়া সফরের জন্য মনোনীত হন; যেখানে তিনি ২টি ম্যাচ খেলার সুযোগ পান। মহারাষ্ট্র বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩০০* করেন। উক্ত খেলায় অভিনব এবং মুরালি বিজয় প্রথম উইকেটে ৪৬২ রান করেন।[ তিনি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরবর্তীতে ইংল্যান্ড সফরে জন্য ভারতীয় টেস্ট দলের জন্য মনোনীত হন। তিনি জুলাই মাসের শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সাথে ছিলেন এবং টেস্ট খেলেছিলেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*