মেডিক্যালে ওবিসি ও অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য বিরাট সংরক্ষণ! ঘোষণা কেন্দ্রের

Spread the love

ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ থাকবে। আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের (EWS) জন্য সংরক্ষিত থাকবে ১০ শতাংশ আসন। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সর্বভারতীয় স্তরের সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কোর্সে এমনই নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় স্নাতক এবং স্নাতকোত্তরে সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কোর্সে (এমবিবিএস/এমডি/এমএস/ডিপ্লোমা/বিডিএস/এমডিএস) অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হবে ১০ শতাংশ। যে নিয়ম ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। সেইসঙ্গে কেন্দ্রের দাবি, ‘সেই সিদ্ধান্তের ফলে প্রায় ৫,৫০০ পড়ুয়া (এমবিবিএসে ১,৫০০ জন এবং স্নাতকোত্তরে ২,৫০০ জন ওবিসি পড়ুয়া, এমবিবিএসে ৫৫০ জন এবং স্নাতকোত্তরে ১,০০০ জন আর্থিকভাবে দুর্বল পড়ুয়া) উপকৃত হবেন। পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়া এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের পর্যাপ্ত সংরক্ষণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার।’

আর এই ঘোষণার পর টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় বর্তমান শিক্ষাবর্ষ থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ওবিসিদের ২৭ শতাংশ এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার, তা মাইলফলক হয়ে থাকবে। সেই সংরক্ষণের ফলে প্রত্যেক বছর আমাদের দেশের হাজার-হাজার ছেলেমেয়েরা অত্যন্ত উপকৃত হবেন। যা আমাদের সামাজিক ন্যায়ের ক্ষেত্রে নয়া দৃষ্টান্ত স্থাপন করবে।’

সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় যে কোনও রাজ্যে আসনের ক্ষেত্রে নয়া সংরক্ষণের সুবিধা পাবেন সারাদেশের ওবিসি পড়ুয়ারা। কেন্দ্রীয় প্রকল্প হওয়ায় কেন্দ্রের তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীরা সেই সুবিধা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*