নিম্নচাপের জেরে বুধবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ধারাবর্ষণ। ইতিমধ্যে প্লাবিত বহু এলাকা। জল থইথই শহর কলকাতাও। কিন্তু কোথায় কত বৃষ্টি হল নিম্নচাপের জেরে?
দেখে নিন এক নজরেঃ
বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত হাওয়া অফিসের তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মেদিনীপুর শহরে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ২৩০ মিমি। তার পরেই রয়েছে বন্দরশহর হলদিয়া। সেখানে বৃষ্টিপাত হয়েছে ২১৫ মিমি। এছাড়া ক্যানিংয়ে ১৮৫ মিমি, কলাইকুন্ডায় ১১৫ মিমি বৃষ্টি হয়েছে। বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ১৩০ মিমি, ডায়মন্ড হারবারে ৯২ মিমি। কলকাতায় হয়েছে ৭৫.৬ মিমি।
প্রসঙ্গত, আবহাওয়া দফতরের জারি পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় লাল সতর্কতা জারি রয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার কমলা সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া জেলায়।
Be the first to comment