ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে উদ্দেশ্য করে পোস্টার পড়ল কলকাতা হাইকোর্টে। যা নিয়ে সরগরম হাই কোর্ট পাড়া। আদালত পাড়ার একাংশ মনে করছে, বেশ কয়েকদিনের ঘটনাপ্রবাহ অনুযায়ী পোস্টার পড়ার ঘটনার পিছনে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশের হাত থাকলেও থাকতে পারে।
যদিও এর কোনও সমর্থন মেলেনি। ওই ঘটনার দায় স্বীকার করেনি কোনও আইনজীবী সংগঠনও। পোস্টারেও কোনও ব্যক্তি বা সংগঠনের নামের উল্লেখ নেই। কলকাতা হাই কোর্টের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না আইনজীবীরা।
পোস্টারে সোজাসুজি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিশানা করে বলা হয়েছে, ‘মাননীয় মাস্টার অফ রস্টারের কলকাতা হাই কোর্টের অ্যাপিলেট সাইডের নিয়ম জানা উচিত।’ প্রতিবাদের সুরে আরও বলা হয়েছে, ‘গণতন্ত্র বাঁচাও বিচার ব্যবস্থা বাঁচাও।’
Be the first to comment