৩১ জুলাই থেকেই বাংলায় খুলছে সিনেমা হল, ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলার অনুমতি

Spread the love

অবশেষে করোনা আবহে বাংলায় অবশেষে খুলছে সিনেমা হল। ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিল রাজ্য সরকার। তবে সমস্ত কোভিড বিধি নিষেধ মেনেই খুলতে হবে সিনেমা হল। মুক্তির অপেক্ষায় একাধিক বাংলা ছবি।

বৃহস্পতিবারই রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়। ৩১ জুলাই থেকে লাগু হবে এই নতুন নিয়ম। এর মধ্যেই এলো সুখবর। ৩১ শে জুলাই থেকে রাজ্যে খুলে যাচ্ছে সিনেমা হল।

তবে সংক্রমণ রুখতে রাতে অযথা চলাফেরার উপর জারি নির্দেশিকা। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কোনও বিষয় এবং অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যাতে এই আইন কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। যদি কেউ এই বিধিনিষেধ ভঙ্গ করে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ।

পাশাপাশি এবার থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে রুদ্ধদ্বার সরকারি অনুষ্ঠান করা যাবে। এছাড়াও মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি সহ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও সমস্ত অফিসগুলিতে যাতে কোভিড সম্পর্কি স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সেদিকে দিতে হবে বিশেষ নজর। নিয়মিত অফিস স্যানিটাইজ করতে হবে, কর্মীরা যাতে টিকা পান তা সুনিশ্চিত করতে হবে সংস্থাকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*