বাংলার পর এবার ত্রিপুরা বিধানসভায় নির্বাচনে নজর তৃণমূল কংগ্রেসের। আর সেই লক্ষ্যেও সংগঠন মজবুত করার কাজ আগেই শুরু করে দিয়েছে ঘাসফুল। আইপ্যাক ইস্যুতে সরগরম ত্রিপুরায় এবার দলবদলের খেলা শুরু। কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, প্রকাশ দাস সহ ৪০ জন বিভিন্ন স্তরের কংগ্রেস নেতা-কর্মী যোগ দিলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে।
বৃহস্পতিবার সন্ধেয় মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে হয় যোগদান পর্ব। প্রাক্তন কংগ্রেস বিধায়কদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান তৃণমূলের মন্ত্রীরা। এছাড়া ত্রিপুরায় সংগঠনকে ঢেলে সাজাতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। এবার ত্রিপুরায় চালু করা হল তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল AITC Tripura। বৃহস্পতিবার ত্রিপুরা থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন ব্রাত্য বসু বলেন, ‘এখানে বাম-কংগ্রেস-বিজেপি পরিক্ষিত। কিন্তু, তৃণমূল এখনও পরিক্ষিত নয়। ত্রিপুরায় এবার তাই তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল চালু করা হল। সমস্ত কর্মসূচি নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হবে টুইটারের এই হ্যান্ডেলে।’
প্রসঙ্গত, রবিবার থেকেই আইপ্যাক ইস্যুতে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ সদস্যকে হোটেলবন্দি করে রাখা নিয়ে বিতর্ক। এই দিন পুলিশের মামলার ভিত্তিতে আগাম জামিন নিলেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নিলেন ২৩ জন কর্মী।
Be the first to comment