বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার একাধিক জায়গায় ধস নেমেছে বৃহস্পতিবার রাত থেকে। যার জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ছাড়া কালিম্পঙের কাছেও একাধিক জায়গায় নেমেছে ধস। ১০ নম্বর জাতীয় সড়ক ছাড়াও দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপো, মিল্লির মতো এলাকাগুলিতে ধস ভয়াবহ পরিস্থিতির তৈরি করেছে। এমননিতেই করোনা বিধিনিষেধের জন্য সিকিমে সীমিত সংখ্যক গাড়ি চলাচল করছে। দার্জিলিং থেকে কালিম্পং আসার রাস্তাও ধসের কবলে পড়েছে বলে জানা গিয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের উপর ২৯ মাইল এলাকাও গিয়েছে ধসের কবলে।
Be the first to comment