এবার থেকে দু’মাস পরপরই দিল্লি আসবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে মোদীবাহিনীকে হঠাতে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জয়ের পর প্রথমবার দিল্লি সফরে এসেই তার আভাস দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার থেকে দু’মাস পরপরই দিল্লি আসবেন বলে জানালেন মমতা। যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লি সফর সেরে কলকাতায় রওনা দেওয়ার আগে শুক্রবার তৃণমূল সুপ্রিমো বললেন, ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’। এদিন মমতা বলেন, ‘অনেক নেতার সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠক ভালো হয়েছে। সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে হবে’। মমতা বললেন, ‘দু’মাস পরপর দিল্লি আসব’।

https://www.facebook.com/DigitalJagoBangla/videos/362655448604119/
ভিডিও সৌজন্যেঃ জাগো বাংলা ডিজিটাল ফেসবুক পেজ

অন্যদিকে, NCP প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়নি মমতার। এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী জানান, শরদ পাওয়ারের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। পরের বার দিল্লিতে এলে পাওয়ারের সঙ্গে তাঁর দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

বিরোধী জোট প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘সংসদের অধিবেশনের পর আলোচনা হবে। একসঙ্গে কাজ করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার। সব বিরোধী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। সকলে বসে ঠিক করা হবে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*