প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল কালীঘাটের বহুতল, জলমগ্ন একাধিক এলাকা

Spread the love

প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল কালীঘাটের বহুতল। শুক্রবার সকালে শ্রী মোহন লেনের 4C নম্বর বাড়ির বারান্দার একটি বড় অংশ আচমকাই ধসে পড়ে। সূত্রের খবর, ধসে পড়া চাঁইয়ের নীচে আটকে পড়েন পাঁচ জন। খবর পেয়েই ঘটনাস্থল পৌঁছয় টালিগঞ্জ থানার পুলিশ। এ দিন ঘটনাস্থলে পৌঁছেছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী, ডিভিশনাল PCR ভ্যান এবং ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স। KMC কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ রাখা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া ব্যাক্তিদের দ্রুত উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকল সূত্রের খবর, কালীঘাটের মাতৃসদন হাসপাতালের সামনের ওই বাড়িটি। বৃষ্টির জেরে বাড়িটির বড় অংশ ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

এ দিকে প্রবল বৃষ্টিতে কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ায় এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে গড়বেতা থানা এলাকার বড়মুড়া গ্রামের। জানা গিয়েছে, মৃতের নাম পুষ্পা রুইদাস। স্থানীয় সূত্রে খবর, রাতভর বৃষ্টির জেরে ওই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। যার জেরে মৃত্যু হয় ওই মহিলার। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাঁকুড়া জেলাতেও একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নদিয়ার শান্তিপুরের একটি বাড়ির ছাদের একাংশ ভেঙে গুরুতর আহত একই পরিবারের তিনজন। গুরুতর জখম দু’ বছরের একটি শিশু কন্যা। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে গোটা পরিবার। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর তথা রাজ্য। ভেঙে পড়েছে একাধিক গাছও। মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বেহালা, খিদিরপুর, ট্যাংরা, আমহার্স্ট স্ট্রিট সহ উত্তর,মধ্য এবং দক্ষিণ কলকাতার একাধিক অংশে একহাঁটু জল জমেছে। ইতিমধ্যেই জল নামানোর জন্য পাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের এক আধিকারিক জানান, ৭৬টি পাম্পিং স্টেশনে ৪১০টি পাম্প কাজ করছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় সাড়ে ৩০০টি পোর্টেবল পাম্পের সাহায্যে জল বার করার চেষ্টা করা হচ্ছে।

তবে কিছু জায়গায় বৃষ্টি থেমেছে কিন্তু এখনই প্রবল বর্ষণের হাত থেকে মুক্তি মিলছে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। যার জেরে শুক্রবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*