সীমান্তের সমস্যা মেটাতে শনিবার বৈঠকে বসছে ভারত-চিন। এই নিয়ে ১২তম সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত ও প্রতিবেশী দেশটি। সূত্রের খবর মোতাবেক, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ LAC-এর পাশেই একটি এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
প্রসঙ্গত, পূর্ব লাদাখের সীমান্তে তপ্ত পরিস্থিতির সমাধান খুঁজতেই এই বৈঠকে বসছে ভারত-চিন। কমান্ডার স্তরের এই বৈঠকের জন্য চিনের তরফে ২৬ জুলাই দিন ঠিক করা হয়েছিল। তবে ওইদিন কার্গিল দিবস থাকায় ভারতের পক্ষ থেকে দিন পিছোনো হয়। অবশেষে ৩১ জুলাই বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। সূত্রের খবর মোতাবেক, গোগরা এবং হট স্প্রিং সহ পূর্ব লাদাখের সীমান্তের বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
পূর্ব লাদাখের হট স্প্রিং, গোগরা ইত্যাদি এলাকা থেকে সেনা প্রত্যাহারের কাজে দ্রুততা ও সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে এর আগে একাধিক বৈঠকে আলোচনা চালানো হয়েছে। উল্লেখ্য, ভারত ও চিনা সেনারা প্রায় এক বছর ধরে লাদাখে মুখোমুখি রয়েছে। তবে প্রথম দিকের উত্তেদনা ধীরে ধীরে কমিয়ে উভয় দেশই সেনা অনেকটা সরিয়ে এনেছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়।
গত বছরেই প্যাংগং লেকের পাশে মুখোমুখি হয় ভারত-চিনের সেনারা। দু’পক্ষের মধ্যে লোহার রড, কাঠ দিয়ে সংঘর্য হয়। ঘটনায় শহিদ হন কয়েকজন ভারতীয় সেনা। পাশাপাশি বেশ কিছু সংখ্যক চিনা সেনার মৃত্যু হয়। এরপরেই উভয় পক্ষই ওই এলাকায় হাজারে হাজারে সেনা মোতায়েন করতে থাকে।
Be the first to comment