চলতি সপ্তাহে প্রায় প্রতি দিনই রাজ্যকে কোভ্যাক্সিন পাঠাল কেন্দ্র। শনিবার সকালেও ২ লক্ষ ৯৪ হাজার কোভ্যাক্সিন এল রাজ্যে। গত সপ্তাহে কোভ্যাক্সিনের অভাবে রাজ্যের বেশ কিছু টিকা কেন্দ্রে এই টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। চলতি সপ্তাহের সোমবার দেড় লক্ষ কোভ্যাক্সিন আসার পর আবার টিকা দেওয়া শুরু হয়।
যে সব টিকাগ্রহীতার দ্বিতীয় টিকা বাকি রয়েছে তাঁদের আগে টিকা দেওয়ারও নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব। স্বাস্থ্য দফতরের তরফ থেকেও দ্বিতীয় টিকাকে অগ্রাধিকার দিতে জেলা স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশে নির্দেশিকা দেওয়া হয়। তবে এই সপ্তাহে জোগান বাড়ায় কোভ্যাক্সিন টিকাকরণ গতি পাবে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment