ত্রিপুরায় প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যদের প্রথমে গৃহবন্দি করা ও পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে জাতীয় স্তরে প্রচারের আলোয় আনতে পেরেছে তৃণমূল। তাতে দলের কিছুটা সুবিধে হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।
তার মধ্যেই গত কাল রাতে তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের বেশ কয়েক জন নেতা। ত্রিপুরায় ঘাঁটি গেড়ে থাকা তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটকের দাবি, বিজেপি-সহ অন্য দলের আরও কয়েক জন নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
গত কাল রাতে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, আগরতলা পৌরপরিষদের প্রাক্তন কাউন্সিলর পান্না দেব-সহ সাত জন তৃণমূলে যোগ দিয়েছেন। আগরতলার একটি হোটেলের বাইরে এই সাত জনের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতারা।
Be the first to comment