চলতি মাসেই ধেয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট মাসে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ।
এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, হায়দরাবাদ IIT-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয় শিখর ছোঁবে আগামী অক্টোবরে।
মাথুকুমাল্লি বিদ্যাসাগরের মতে কেরালা এবং মহারাষ্ট্রে ফের নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটাই তৃতীয় ঢেউয়ের প্রথম লক্ষণ বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ংকর হবে এবারের পরিস্থিতিও। এবারেও চার লাখের কাছাকাছি পৌঁছতে পারে দৈনিক সংক্রমণ।
Be the first to comment