একগুচ্ছ কর্মসূচি নিয়ে পেগ্যাসাস ইস্যুতে সংসদের দুই কক্ষেই তীব্র হতে চলেছে বিরোধী শিবির

Spread the love

বাংলা-সহ সাতটি ভাষায় সরকার বিরোধী স্লোগান, রং বেরঙের প্ল্যাকার্ড, মাস্কের তলায় লুকিয়ে বাঁশি বাজানো, লাগাতার ধরনা, সংবাদমাধ্যমে বিবৃতি-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে পেগ্যাসাস ইস্যুতে সংসদের দুই কক্ষেই তীব্র হতে চলেছে বিরোধী শিবিরের আন্দোলন৷

চলতি বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে আজ সোমবার থেকেই যে সরকার বিরোধিতার সুর আরও চওড়া হতে চলেছে, তার আভাস পাওয়া গিয়েছে বিরোধী শিবিরের নেতাদের কথাতেই৷

তাঁদের দাবি, পেগ্যাসাস নজরদারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে সংসদে বক্তব্য রাখতেই হবে, জানাতে হবে কেন তাঁরা দেশের সাধারণ নাগরিকদের ব্যক্তিগত জীবনে গোপন নজরদারির সিদ্ধান্ত নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*