অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের গাড়িতে হামলা, হামলা চললো দেবাংশুর উপরেও

Spread the love

অভিষেক বন্দ্যাপাধ্যায়ের ত্রিপুরা সফরে চরম উত্তেজনা। যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ। পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলা বাজার এলাকা। পুলিশের বিরুদ্ধে তাঁকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন দেবাংশু।

দেবাংশু ভট্টাচার্যের কথায়, ‘গতকাল রাত থেকেই আমরা পতাকা লাগানোর কাজ করছিলাম। আজ সকালে দেখি বেশিরভাগ পতাকা, ব্যানার-ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। পরে আমরা বাজার এলাকায় ফের পতাকা লাগাতে গেলে বিজেপি-র প্রায় জনা ২৫০ কর্মী আমাদের ঘেরাও করে ফেলে। কটুক্তি শুরু করেন তাঁরা। এরপরই আমাদের উপর চড়াও হন। সবচেয়ে বড় কথা পুলিশ নির্বিকার ছিল। একজন পুলিশ আমাকে গলা ধাক্কা দেওয়ার চেষ্টা করে। সুদীপ রাহার হাতে ধাক্কা মারে বিজেপি কর্মীরা। অথচ আমাদেরই পতাকা লাগাতে বারণ করা হয়।’

তাঁর আরও সংযোজন, ‘এই ঘটনাই প্রমাণ করছে এখানে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। একটা সামান্য পতাকা লাগাতে বাধা দেওয়া হচ্ছে। গণতন্ত্রের কি পরিস্থিতি। বিপ্লবাবুর সরকারের দিন শেষ।’ দেবাংশু জানান, গোটা ঘটনা তাঁরা দুপুরের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন।
এদিকে, ইতিমধ্যেই ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ‘খেলা হবে’, ‘মমতা দিদিকে চাই’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।

ঠিক সেই মুহূর্তেই উলটো দিক থেকে গেরুয়া উত্তরীয় পড়ে একদল ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। তবে তাঁরা নিজেদেরকে বিপ্লব দেব অনুরাগী বলে দাবি করেন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিতে আসার আগেই স্লোগান ও পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মন্দির এলাকা। জানা গিয়েছে, প্রথমে হেলিকপ্টরে মন্দিরে আসার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জেরে বাতিল হয় সিদ্ধান্ত। পরে গাড়িতেই রওনা দেন তিনি।

প্রসঙ্গত, শনিবারই কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ মাস বাদে বিধানসভা ভোট ত্রিপুরায়। সেইদিকেই টার্গেট করে এই সফর শুরু করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আবার আগরতলায় ফিরবেন তিনি।

এরপর বিকেল সাড়ে ৩টে নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক। সাংগঠনিক বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। অভিষেকের পাশাপাশি আগরতলায় আসছেন বাংলার দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ত্রিপুরায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহার মতো TMCP-র তরুণ সদস্যরা। সূত্রের খবর, এদিন সন্ধেবেলাই কলকাতা ফিরে আসবেন অভিষেক।

ইতিমধ্যেই ত্রিপুরায় ভাইরাল হয়েছে ‘ত্রিপুরা কইতাসে মমতাদিদি আইতাসে’ গানটি। গানের তালে তালেই বহু সংখ্যক ছাত্র-যুবদের এদিন অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচিও রয়েছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*