বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রাক্তন প্রসার ভারতীর অধিকর্তা জওহর সরকার। আজই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা করার শেষদিন। কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হল না। আগেই তাঁরা ঘোষণা করেছিলেন প্রার্থী দেবেন না। তাই তাঁরা দিলেনও না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রাক্তন আইএএস অফিসার জওহর সরকার।
আর নির্বাচিত হয়েই প্রাক্তন বাঙালি আমলা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের ত্রুটি, সমালোচনার আরও একটি সুবর্ণ সুযোগ পেলাম। যাঁকে নিয়ে এত সমস্যা এবার তাঁকে সামনে পাব।’ অর্থাৎ নাম না করে মোদী–শাহের দিকেই আঙুল তুললেন তিনি বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার নিন্দাও করেন জওহরবাবু। কবে রাজ্যসভার সাংসদ পদে শপথ নেবেন তা তিনি আজ জানাননি।
উল্লেখ্য, রাজ্যসভায় এই আসনটি ছেড়েছিলেন একদা তৃণমূল কংগ্রেসের সদস্য দীনেশ ত্রিবেদী। অধুনা তিনি বিজেপিতে। সেই ফাঁকা আসনেই জহর সরকারকে দিয়ে খেলে দিল তৃণমূল কংগ্রেস। ব্যস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তিনি। এই আসনে উপনির্বাচনের দিনক্ষণ ধার্য হয় আগামী ৯ অগস্ট। সবাইকে চমকে দিয়েই জহর সরকারের নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। আর আজ তিনি নির্বাচিত হয়ে গেলেন।
Be the first to comment