ত্রিুপুরায় অভিষেকের গাড়িতে হামলা, বাংলার রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের

Spread the love

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সোমবার প্রথমবার ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় পৌঁছে তিনি সোমবার সোজা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। মাঝপথে অভিষেকের গাড়ি উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। লাঠি দিয়ে তাঁর গাড়ির সামনের কাচে বাড়ি মারা হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন অভিষেক। হামলার ঘটনাকে হাতিয়ার করেই এবার বিপ্লব দেবের প্রশাসনকে একহাত নেন অভিষেক নিজেও। আর হামলার প্রতিবাদে রাতে রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা।

প্রসঙ্গত, সোমবার রাতে সাংসদ অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারে টায়ার জ্বালিয়ে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন যুব তৃণমূল কর্মীরা। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান যুব কর্মীরা। তাছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বজবজ, বারুইপুর, সাগর, পাথরপ্রতিমা, বিষ্ণুপুরে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামেন ঘাসফুল শিবির।

অভিষেক অভিযোগ করলেন, তাঁকে বাধা দেওয়ার সবরকম চেষ্টা করেছিল বিজেপি। কখনও তাঁর কনভয় আটকে, কখনও বা তাঁর গাড়িতে লাঠি, রড দিয়ে হামলা চালিয়ে। এমনকি তাঁর নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবু তাঁকে আটকাতে পারেনি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*