অবশেষে অনশন প্রত্যাহার করলেন এবিজিএল নেতা এসপি শর্মা । শুক্রবার রাতে তিনি অনশন প্রত্যাহার করেন । পাহাড় সমস্যা নিয়ে আগামী সেপ্টেম্বর মাসেই হবে ত্রিপাক্ষিক বৈঠক। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের কাছ থেকে ওই আশ্বাস পেয়েই আমরণ অনশন প্রত্যাহার করে নিলেন অখিল ভারতীয় গোর্খা লিগের নেতা এসপি শর্মা।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে তাঁর কার্যালয়ে বৈঠক করেন পাহাড়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিকদলের কিছু নেতৃত্ব। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নিরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সিপিআরএম নেতা আর বি ভুজেল, বিজেপির দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ান।
বৈঠকে অমিত শাহের সঙ্গে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, ১১ জনজাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করা-সহ পৃথক রাজ্যের দাবি নিয়েও সেপ্টেম্বর মাসে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিয়েছেন। দিল্লিতে এই বৈঠক শেষ হতেই সেখান থেকেই এবিজিএল নেতা এসপি শর্মাকে বিষয়টি জানানো হয়। এরপরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। দিল্লিতে এদিনের এই বৈঠকের পর রাজনৈতিকমহলের ধারণা, এবিজিএলের অনশনকে সামনে রেখে পাহাড়ে যে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক জোট তৈরি হচ্ছিল তাতে জল ঢেলে দিল বিজেপি ৷
এদিন এসপি শর্মার অনশন প্রত্যাহার করতেই তাঁকে সঙ্গে সঙ্গে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে মহকুমা শাসক এলেও তিনি অনশন ভাঙেননি। পৃথক রাজ্য গোর্খাল্যান্ড ও পাহাড়ের সমস্যা সমাধানে রাজু বিস্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার আমরণ অনশন শুরু করেন এসপি শর্মা। শুক্রবার তাঁর অনশন ষষ্ঠদিনে পড়েছিল। সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দার্জিলিংয়ের মহকুমা শাসক দুলেন রায় তাঁকে তাঁর অনশন প্রত্যাহার করার আবেদন জানান। কিন্তু তাঁদের কথা শুনতেই চাননি এসপি শর্মা। এদিন বিকেলে সাংসদ রাজু বিস্তা তাঁদের খবর দেন যে সেপ্টেম্বরে মাসের প্রথম সপ্তাহেই পাহাড় সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে। সেই আশ্বাস পেয়েই অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এসপি শর্মা।
এসপি শর্মা বলেন, “আমাদের যা যা দাবি ছিল তার কিছুটা সাংসদ মেনে নিয়েছেন। আমরা বলেছিলাম সাংসদ কী কাজ করছেন তা আমরা জানতেই পারি না। তাঁকে জানাতে হবে তিনি কবে কী করবেন। সেই মতো তিনি জানিয়েছেন সেপ্টেম্বরে ত্রিপাক্ষিক বৈঠক হবে। আমাদের দাবি ছিল, এই ত্রিপাক্ষিক বৈঠকে আমাদের সরকারি চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানাতে হবে। তাতেও রাজি হয়েছেন তিনি। ত্রিপাক্ষিক বৈঠকে আমাদেরও ডাকা হবে। তাই অনশন তুলে নিলাম। এই জয় পাহাড়ের মানুষের জয় ৷”
Be the first to comment