এবার ভারতেও দেওয়া হবে জনসন অ্যান্ড জনসনের একটি ডোজের টিকা। শনিবার জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। যা পঞ্চম টিকা হিসেবে ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হল।
টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, ‘ভারত নিজেদের ঝুলিতে টিকার সংখ্যা বাড়িয়েছে। ভারতে জনসন অ্যান্ড জনসনের একটি ডোজের টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখন ভারতের হাতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য পাঁচটি টিকা আছে।’
আমেরিকার এই ওষুধ নির্মাণকারী সংস্থা গত ৫ আগস্ট বিবৃতি জারি করে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুমোদন দেয়। মার্কিন ওষুধ নির্মাণকারী সংস্থার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে ৮৫ শতাংশই সফল হয়েছে। এই ভ্যাকসিনটি একটি ‘সিঙ্গেল ডোজ’ ভ্যাকসিন। ভারতে এখন পাঁচটি বিদেশি ভ্যাকসিন চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান দেশে করোনার বিরুদ্ধে দেশের এই একত্র লড়াই জারি থাকবে আগামী দিনেও।
এমনকী টিকা নিলে করোনা আক্রান্ত হলে মৃত্যুর সম্ভবনা অনেকটাই কমে হবে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমলেও অক্টোবরের মধ্যে তৃতীয় ঢেউয়ের চরমে পৌঁছনোর আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। এক্ষেত্রে টিকাকরণের গতি বাড়াতে জনসন অ্যান্ড জনসনের টিকায় অনুমোদনের সিদ্ধান্ত বড় ভূমিকা নিতে চলেছে।
Be the first to comment