পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার পিটিশন খারিজ করল বম্বে হাইকোর্ট, আপাতত থাকতে হবে জেলেই

Spread the love

অভিনেত্রী শিল্পা শেট্টির ব্যবসায়িক স্বামী রাজ কুন্দ্রা এবং তাঁর সহকর্মী রায়ান থর্পের পিটিশন খারিজ করল বম্বে হাইকোর্ট। শনিবার সকালে তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়। গত ২০ জুলাই মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেশন কোর্টে পিটিশনে আবেদন করেছিলেন রাজ কুন্দ্রা ও রায়ান থর্প। আপাতত আর্থার রোড জেলেই থাকতে হবে তাঁদের।

গত ২০ জুলাই পৃথক পিটিশনে অভিযুক্ত রাজ কুন্দ্রার আইনজীবী দাবি করেছিলেন, রাজ ভারতীয় নন, ব্রিটিশ নাগরিক। তাই পর্ন তৈরি এবং বিশেষ অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে তাঁর গ্রেফতারির কারণ অবৈধ। এই মর্মে বম্বে আদালতে পিটিশন ফাইল করা হয়েছিল। এই মামলায় শনিবার সকালে দুই পক্ষের সওয়াল জবাব শুনে রাজের দায়ের করা পিটিশন খারিজ করে বম্বে হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ১৯শে জুলাই রাতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত ২৭শে জুলাই ম্যাজিস্ট্রেট কোর্ট রাজ কুন্দ্রা ও রায়ান থর্পেকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

আদালতে গত ২ আগস্ট বাদী-বিবাদী দুই পক্ষের বক্তব্য শোনবার পর এই হাইপ্রোফাইল মামলার রায় সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেন বিচারপতি। রাজ কুন্দ্রার আইনজীবীরা জানান, তাঁর গ্রেফতারি অবৈধ কারণ তাঁকে সিআরপিসি ৪১ (এ) নোটিশ নিয়মমাফিক দেওয়া হয়নি। যদিও সেই দাবি খারিজ করেছে মুম্বই পুলিশ। রাতারাতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেনি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।

অন্যদিকে, সরকারি পক্ষের আইনজীবী অরুণ পাই আদালতকে জানান, মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য-প্রমাণ নষ্ট করছিলেন রাজ কু্ন্দ্রা। তাঁর কথায়, ‘যখন অভিযুক্ত তথ্যপ্রমাণ নষ্ট করা শুরু করে দেয় তখন তদন্তকারী অফিসাররা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না, সেটা আটকাতেই হয়। সেই কারণেই এই গ্রেফতারি’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*