বিদ্যুৎ সংশোধনী বিলের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

সংসদের চলতি অধিবেশনে বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করতে পারে মোদী সরকার। এই সম্ভাবনার কথা সামনে আসতেই ফের এই সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যগুলির অধিকারকে নস্যাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানান যে এই নয়া বিদ্যুৎ আইন একদিকে যেমন মানুষের স্বার্থের পরিপন্থী, তেমনই অন্যদিকে এই আইন বিদ্যুৎক্ষেত্রে আইন প্রণয়ন এবং পরিচালনার ক্ষেত্রে রাজ্যের ক্ষমতা পুরোপুরি খর্ব করবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই নয়া বিদ্যুৎ আইন বিদ্যুৎক্ষেত্রে রাজ্যের ক্ষমতা খর্ব করে সুবিধা করে দেবে অপ্রচলিত এবং লাইসেন্সবিহীন বেসরকারি সংস্থাগুলিকে।

মমতার দাবি, এর ফলে মুনাফাসর্বস্ব বেসরকারি সংস্থাগুলি ঝুঁকবে শুধু লাভজনক শহরকেন্দ্রিক এবং বাণিজ্যিক বিদ্যুৎ বণ্টনের ক্ষেত্রে ৷ অন্যদিকে রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলির হাতে পরে থাকবে শুধু গ্রামীণ ক্ষেত্রে বিদ্যুৎ বণ্টনের দ্বায়িত্ব। এর ফলে রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলি ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়বে।

মমতার বক্তব্য, যদিও এই নয়া বিদ্যুৎ আইনে গ্রাহকের স্বাধীনতা থাকবে একাধিক বিদ্যুৎ বণ্টন সংস্থার থেকে কোনও একটিকে বেছে নেওয়ার ৷ কিন্তু দেখা যাবে যে প্রকৃতপক্ষে এর ফলে নতুন বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি নিজেদের ইচ্ছেমতো দাম ঠিক করেছে, যার ফলে ভোগান্তির শিকার হবে সমাজের সব শ্রেণীর মানুষ।

মুখ্যমন্ত্রী আরও লেখেন যে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলির ক্ষমতা খর্ব করা এবং রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎবণ্টন সংস্থাগুলিকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়াই হল এই নয়া বিদ্যুৎ আইনের লক্ষ্য ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*