পথ দুর্ঘটনা ও তার ফলে মৃত্যুর সংখ্যা নিঃসন্দেহে কমেছে একথা বলা যায় তবে বাড়ানো প্রয়োজন আরও সচেতনতার। ২০১৬ সালে পথ দুর্ঘটনায় শহর জুড়ে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৭ জন। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১২-তে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী ২০১৬ সালের ৮ই জুলাই যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ঘোষণা করেছিলেন, তার অত্যন্ত ভালো সাড়া মিলতে শুরু করেছে। এই উদ্দেশ্যেই এবার ‘হাফ ম্যারাথন’ এর আয়োজন করছে কলকাতা পুলিশ।
আগামী ৭ই জানুয়ারি থেকে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে যা চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত। ৭ জানুয়ারি, রবিবার এই ‘হাফ ম্যারাথন’-এর আয়োজন করা হয়েছে। এই ম্যারাথনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার, দৌড় থাকবে। ২১ কিঃমিঃ ম্যারাথন শুরু হবে সকাল ৬টায়। ১০ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাড়ে ৬টায়। ৫ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাতটায়। বিজয়ীরা পাবেন মেডেল ও আর্থিক পুরস্কার। প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে রেসের টিশার্ট। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই ম্যারাথনের সমস্ত বিষয় আপডেট দেওয়া হবে বলে জানা গিয়াছে।
Be the first to comment