দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে চীনের পূর্ব উপকূলে সাংঘাইয়ে ৩২ নাবিক নিখোঁজ হয়েছে। সূত্র থেকে জানা যায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে চীনের পূর্ব উপকূল থেকে ১৬০ মাইল দূরে গভীর সমুদ্রে পানামার একটি তেলবাহী ট্যাংকার ও হংকংয়ের কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিখোঁজ নাবিকদের মধ্যে ৩০ জন ইরানের নাগরিক। চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, সংঘর্ষের পর তেলবাহী ট্যাংকারটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের সবাই তেলবাহী ট্যাংকারের নাবিক। মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনার পর কার্গো জাহাজে থাকা ২১ নাবিকের সবাইকেই উদ্ধার করা হয়েছে, যাদের সবাই চীনের নাগরিক। দুর্ঘটনার পর চীনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালাতে আটটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চিনের পরিবহন মন্ত্রণালয় আরও জানায়, একটি জাহাজ ও একটি বিমান দিয়ে দক্ষিণ কোরিয়া এই উদ্ধার কাজে সহায়তা দিচ্ছে।
ফাইল ছবি
Be the first to comment