মাইকেল হাসি চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ

Spread the love

দু বছর নির্বাসন কাটিয়ে ফিরে এসেই চমক দেখাতে শুরু করেছে দু বারের আইপিএল চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস। তারা তাদের পুরোনো তিনি প্লেয়ার ধোনি, রায়না এবং জাদেজাকে রেখে দিয়েছে। এরপর তারা কোচ হিসাবে নিয়োগ করলো চেন্নাইয়ের হয়ে খেলা প্রাক্তন অস্ট্রলিয়ান ব্যাটসম্যান মাইকেল হাসিকে। মাইকেল হাসিও যারপরনাই খুশি চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং কোচ হয়ে। তিনিও তাঁর পুরোনো সতীর্থ বা বন্ধুদের সাথে একসাথে চেন্নাইয়ের হয়ে লড়বেন।
মাইকেল হাসি একটা সময় চেন্নাই ব্যাটিংয়ের মূল অস্ত্র ছিলেন। ২০০৮ থেকে ২০১৫র মধ্যে চেন্নাই দু’বার চ্যাম্পিয়ন হয়েছে, চারবার রানার্স ও আর আটবারই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল। একবার তিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার জন্য।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*