চন্দ্রাবলী ব্যানার্জীঃ
ঘুমিয়ে পড়া মনে ওঠে বসন্ত প্রলাপ,
হিম কুয়াশা পুড়িয়ে,আধখানা সূর্য সবে মাত্র উঁকি দিয়েছে ।
জঙ ধরা, বৃদ্ধ মনাবয়বে ,হলুদ কেশরের ছোঁয়া,
উড়তি ডাকে শালিক জানিয়ে গেল, ” এলাম গো “,
পালকে হাত ঢুকিয়ে ওম পেতে চায় শরীর ।
ভৈরবীর রিড গুলো, অনেকদিন হল থেমে গেছে,
ঘার চিৎ করে আকাশও দেখা হয়নি বহুকাল,
তবু কেন প্রশ্রয়ের বুদবুদ আজ বুকের গলি,খুব্জিতে?
অস্বচ্ছ রূপচর্চা পেডিকিওর মেনিকিওর থাক আজ ওসব,
তুমি বলো মনের উষ্ণতা এখন কত ।
ম্যাসেজ সীন হলেই এপার ওপার মিলে যায়,
তখনও শেষ ট্রামটা দাঁড়িয়ে থাকে,
শুধু তোমার পাঠানো গানের শেষ লাইনটা রেশ রাখে মনে,
” আজ রাতে ঘুমিয়ে পড়োনা তুমি যেন, এ লগন আসেনি আগে……”
Be the first to comment