প্রিয়াঙ্কা চোপড়ার ‘নন্দিনী’ কে বিশ্বভারতীর ছাড়পত্র

Spread the love

বিশ্বভারতী থেকে ছাড়পত্র পেল প্রিয়াঙ্কা চোপড়ার ‘নলিনী’ সিনেমাটি। সিনেমাটি-র চিত্রনাট্য খতিয়ে দেখে ছাড়পত্র দিয়েছে বিশ্বভারতী নিযুক্ত কমিটি। অস্থায়ী উপাচার্য স্বপন কুমার দত্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে এই খবর জানিয়ে আর্জি জানিয়েছেন, অনুমোদিত চিত্রনাট্য মেনেই যেন ছবিটি তৈরী হয় এবং মুক্তির আগে যেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে এক বার দেখিয়ে নেওয়া হয়। সিনেমাটি নিয়ে অভিযোগ উঠেছিল, চিত্রনাট্যে রবীন্দ্রনাথের একটি দীর্ঘ চুম্বন দৃশ্য রাখা হয়েছে, যেখানে কবিগুরুর ভাবমূর্তি নষ্ট হতে পারে। প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজক সংস্থা বাংলা ও মারাঠি ভাষায় ‘নলিনী’ সিনেমাটি নির্মাণ করতে চায় এবং প্রিয়াঙ্কা নিজে এই সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করতে চান।
সিনেমার কাহিনী অনুযায়ী, ১৭ বছরের রবীন্দ্রনাথকে ইংল্যান্ড পাঠানোর প্রস্তুতি হিসেবে মরাঠা তরুণী অন্নপূর্ণা তর্কড়ের কাছে ইংরেজি শিখতে পাঠানো হয়। বেশি দিন সেই টিউশন স্থায়ী হয়নি, তার মধ্যেই অন্নপূর্ণার প্রেমে পড়ে যান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কবিতায় পরে সেই অন্নপূর্ণাই নলিনী হিসেবে আসেন।
ছবিটি সম্পর্কে নানা বিভ্রান্তিকর খবর পেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্রনাথের ভাবমূর্তি রক্ষার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিষয়টি নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না হয়, সে জন্য তারা চিত্রনাট্যটি খতিয়ে দেখতে বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*