ফের রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। একইসঙ্গে শেষ ২৪ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যে লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা। উৎসবের প্রাক্কালে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাকরণের সঙ্গে কড়া কোভিড বিধি পালনের উপরও দেওয়া হচ্ছে জোর।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮১৫ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। ১৭টি জেলায় ২৪ ঘণ্টায় কোনও কোভিড মৃত্যু না হলেও রাজ্যে আচমকা বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৫৪৮ । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৩৪২। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৪৪৭। এদিন পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ৩,৯৮,৩৫৮। প্রায় ১০ লাখ টিকাকরণ হয়েছে আজ বাংলায়। ফের শৈলশহরে চোখ রাঙাচ্ছে সংক্রমণ। একইসঙ্গে ফের বাড়ল মহানগরের সংক্রমণও।
স্বাস্থ্য দফতরের প্রকাশিত কোভিড রিপোর্ট অনুযায়ী, এদিন সংক্রমণের শীর্ষে কলকাতা।মহানগরে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯২। এরপরই স্থান উত্তর ২৪ পরগনার। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। অন্যদিকে, দার্জিলিঙেও বেড়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। নদীয়া-হুগলিতেও সংক্রমণের চিত্র উদ্বেগজনক। হুগলিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। নদীয়ায় ৩৬।
Be the first to comment