রাজ্যে বাকি উপনির্বাচন নিয়ে বিভিন্ন রাজ্যে মুখ্যসচিবদের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বুধবার বিকালে পাঁচ রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে করবেন তিনি। পশ্চিমবঙ্গ এবং অসমের সঙ্গে আরও তিন রাজ্যের উপনির্বাচন বকেয়া রয়েছে।
কোভিড সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই রাজ্যের উপনির্বাচনগুলি আটকে রয়েছে। অগস্টের শুরুতে সব রাজনৈতিক দলকে চিঠি দিয়ে উপনির্বাচন প্রসঙ্গে তাদের মতামত জানাতে বলেছিল কমিশন। ৩০ আগস্টের মধ্যে মতামত জানানোর সময়সীমাও ধার্য করেছিলেন নির্বাচন কমিশনার। তৃণমূল-সহ সমস্ত রাজনৈতিক দল তাদের অবস্থান জানিয়ে দিয়েছে কমিশনকে। তার পরেই রাজ্যের উপনির্বাচন পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
Be the first to comment