কাশ্মীরের উন্নয়নের প্রশ্নে অন্যতম বাধা ছিল ৩৭০, মন্তব্য অমিত শাহের

Spread the love

জম্মু-কাশ্মীরের অনুন্নয়নের পিছনে বিশেষ মর্যাদা অনেকাংশে দায়ী বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ জম্মু-কাশ্মীরের জন্য নিউ সেন্ট্রাল সেক্টর স্কিমের আওতায় একটি ওয়েব পোর্টালের উদ্বোধনে ওই মন্তব্য করে তিনি বলেন, ‘‘সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ রদ করার পরে উপত্যকার সার্বিক পরিবেশে পরিবর্তন হয়েছে।’’

জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলির তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৯ সালের অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। বিলুপ্ত হয় ওই অনুচ্ছেদের অন্তর্গত ৩৫-এ ধারাও। এমনকি রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু-কাশ্মীর। আজ সেখানে শিল্পক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে নিউ সেন্ট্রাল সেক্টর স্কিম ২০২১-এর আওতায় একটি ওয়েব পোর্টাল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*